October 12, 2024, 3:19 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

নায়করাজ স্মরণে পরিচালক সমিতির আয়োজন

নায়করাজ স্মরণে পরিচালক সমিতির আয়োজন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও বিশেষ অবদান রেখেছেন তিনি। ২০১৭ সালের ২১ আগস্ট দুই বাংলার ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি অভিনেতা। নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ৩১ আগস্ট বিএফডিসির জহির রায়হান ডিজিটাল ল্যাবে সকাল ১০ টায় দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে  জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এ সময় দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতাদের পাশাপাশি বর্তমান প্রজন্মের পরিচালকরাও উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বদিউল আলম খোকন  বলেন, ‘বাংলা সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাক সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট ছিল। এর পরের দিন ঈদুল আজহা হওয়ায় অনেকেই ঢাকার বাইরে চলে যান। যার কারণে একটু পিছিয়ে ৩১ আগস্ট তার দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছি।’

তিনি আরো বলেন, ‘সকাল থেকে কোরআন খতম চলবে। ১০টার দিকে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা হবে। জুমার নামাজের পর তবারক বিতরণ করা হবে। স্মরণ সভায় সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, নায়ক ফারুক, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেক গুণী চলচ্চিত্রকাররা উপস্থিত থাকবেন। এ ছাড়া বাপ্পারাজ ও স¤্রাটও উপস্থিত থাকবেন।’ নায়করাজ রাজ্জাকের প্রকৃত নাম আবদুর রাজ্জাক। তিনি ১৯৪২ সালে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রাজ্জাক অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৯৬৪ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। তখন রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। তারপর নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই কিংবদন্তি।

Share Button

     এ জাতীয় আরো খবর