September 22, 2024, 12:20 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নতুন নতুন আন্দোলন সৃষ্টির চক্রান্ত হচ্ছে: ওবায়দুল কাদের

নতুন নতুন আন্দোলন সৃষ্টির চক্রান্ত হচ্ছে: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনের মতো নতুন নতুন আন্দোলন সৃষ্টির চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা জানি, আরো এ রকম আন্দোলন করার চক্রান্ত আছে। গোপন গোপন বৈঠক হচ্ছে। দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এবং আমরা প্রস্তুত আছি। গতকাল শনিবার ‘গুজব সন্ত্রাস-অপপ্রচার, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার উপকমিটি। এ আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। গণমাধ্যমের একটি অংশ সরকার পতনের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এখনো তাদের ভূমিকা একই আছে। এখনো তাঁরা শেখ হাসিনাকে হটাতে চায়। ক্ষমতা যার হাতে যাক, এইটা কোনো বিষয় নয়। শেখ হাসিনাকে হটাতে হবে। এই এজেন্ডা নিয়ে অনেকেই মাঠে নেমেছেন। এক-এগারোর মতো পরিস্থিতি তৈরির পেছনেও এসব গণমাধ্যমের ভূমিকা ছিল বলে তিনি সমালোচনা করেন। এদিকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাধিকবার সংলাপ করেছি। লাভ কিছুই হয় নাই। এক ফটোসেশন ছাড়া, লোক দেখানো নাটক করা ছাড়া কিছুই হয় নাই। সংলাপের অর্থ হয় না। তারা চায়, এই নাটক করে একটা পরিস্থিতি সৃষ্টি করতে। কিন্তু ওই ফাঁদে আমরা পা দেব না।

Share Button

     এ জাতীয় আরো খবর