October 12, 2024, 9:19 am

সংবাদ শিরোনাম
দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার

সিনেমার গানে চ্যালেঞ্জ থাকে: ঐশী

সিনেমার গানে চ্যালেঞ্জ থাকে: ঐশী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। ক্যারিয়ারের শুরু থেকেই এখন পর্যন্ত বেছে বেছে কাজ করে আসছেন তিনি। আর তার ফলও পেয়েছেন। তার গাওয়া বেশ কয়েকটি গান এরইমধ্যে শ্রোতাপ্রিয়তায় চলে এসেছে। বর্তমানে ডাক্তারি পড়াশোনার পাশাপাশি গান করছেন তিনি। দেশ বিদেশের স্টেজে শো করছেন নিয়মিত।

নতুন গান কম করছেন, বেছে করছেন। আর প্লেব্যাকেও বেশ সরব এ শিল্পী। সব মিলিয়ে কী খবর? দিনকাল কেমন কাটছে? ঐশী বলেন, ভালো আছি খুব। সময়ও ভালো যাচ্ছে। গান ও পড়াশোনা নিয়েও সময় চলে যাচ্ছে। গানের ব্যস্ততা কী রকম? ঐশী বলেন, গানের ব্যস্ততা চলছে মোটামুটি। আসলে ডাক্তারি পড়ার পাশাপাশি গানের জন্য সময় বের করা কঠিন। তারপরও আমি যতটুকু পারছি সময় বের করে ভালো ইভেন্টগুলোতে অংশ নেয়ার চেষ্টা করছি। নতুন গান একটু কম করছি। প্লেব্যাক করছি নিয়মিত। গানবাংলার ‘উইন্ড অফ চেঞ্জ’-এর চতুর্থ মৌসুমেও দেখা যাবে ঐশীকে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গানবাংলা আমার হৃদয়ের অনেক কাছের প্রতিষ্ঠান। তাপস ভাই ও মুন্নী ভাবী আমাকে গানের ক্ষেত্রে সব সময় অনুপ্রেরণা দিয়ে আসছেন। আমার গাওয়া ‘দিল কি দয়া হয় না’ গানটি অত্যন্ত সুন্দরভাবে গানবাংলায় প্রচারের পর অনেক সাড়া পাই। এরপর থেকে নিয়মিত আমি গানবাংলা পরিবারের সহযোগিতা পেয়ে আসছি। আর ‘উইন্ড অফ চেঞ্জ’ হলো এমন একটি মিউজিক কোলাবরেশন যা বাংলা গানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরে। এর অংশ হিসেবে আসছে ঈদে ‘উইন্ড অফ চেঞ্জ’-এর চতুর্থ মৌসুমে একটি গান গেয়েছি। গানটির শিরোনাম ‘দুই কূলে সুলতান’। গানটিতে বিদেশি স্বনামধন্য বাদ্যযন্ত্রীরা আমার সঙ্গে বাজিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। নতুন গান নিয়ে কী পরিকল্পনা? ঐশী বলেন, নতুন গান নিয়ে পরিকল্পনা হলো কম গান করা, বেছে বেছে গান করা। আমি অনেক গানের প্রস্তাব পাই। কিন্তু গতানুগতিক কাজ করতে চাই না। সে কারণে সম্মানের সঙ্গে অনেক প্রস্তাবই ফিরিয়ে দিই। আসলে সত্যি বলতে ভিন্নধর্মী কাজ করতে খুব ভালো লাগে। মন দিয়ে সেরকম কিছু কাজ করতে চাই। গতানুগতিক কাজ করার আর ইচ্ছে হয় না। আর প্লেব্যাক এর কি খবর? ঐশী বলেন, সিনেমার গান নিয়মিত করছি। আসলে সিনেমার গানে একটা চ্যালেঞ্জ থাকে। কখনো ফোক গাইছি, কখনো আইটেম আবার কখনো মেলোডি। বিভিন্ন এক্সপ্রেশনে সেখানে গাইতে হয়। তাই বেশি বেশি ভালো চলচ্চিত্রের গান গাইতে চাই। এই সময়ের মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হয়? ঐশী বলেন, এখন অবস্থা মোটামুটি ভালো। কোম্পানিগুলো গানে বিনিয়োগ করছে। তাছাড়া নিজের কাছে স্বত্ব রেখেও গান করা যাচ্ছে। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। শ্রোতারা ইউটিউবে সহজেই গান শুনতে পারছেন। সব মিলিয়ে অবস্থা সামনে আরও ভালো হবে বলে বিশ্বাস করি। পরিবারের সহযোগিতা কেমন গানের ক্ষেত্রে? ঐশী বলেন, একেবারে শতভাগ।

পরিবারের সহযোগিতা ও উৎসাহ না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। বাবা ও মা দুজনই আমার গান নিয়ে অনেক বেশি সচেতন। রেকর্ডিং হোক আর স্টেজ, তারা সব সময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন। এই উৎসাহ ও সহযোগিতা পাওয়াটা ভাগ্যের বিষয়। আমার মনে হয় আমি এদিক থেকে ভাগ্যবতী।

Share Button

     এ জাতীয় আরো খবর