March 13, 2025, 7:40 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে এম নাসের রহমান কালীগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন উখিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই এই সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবী, নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিঠাপুকুর হাড়িভাঙ্গা আমের সোনালী মুকুলে মৌ মৌ গন্ধে মুখরিত নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বেনাপোল সীমান্তে মটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত।আহত-১ মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বৃহত্তর শেরপুর ছাত্র সমাজের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত মধুপুরে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এর আগমনে সংবর্ধনা

তমার অপেক্ষা

তমার অপেক্ষা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

আর কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমা মির্জার নতুন ছবি। নাম ‘গেইম রিটানর্স’। ৩রা নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি পরিচালনা করেছেন রয়েল খান। আর এ ছবিতে তমা মির্জার নায়ক হিসেবে অভিনয় করেছেন নিরব। ছবিটির ফলাফল কেমন হবে তা নিয়ে চিন্তিত নয় তমা।

বরং, মুক্তির তারিখের জন্য অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। গতকাল তিনি বলেন, চলচ্চিত্রের বর্তমান বাজার খুব একটা ভালো না। তারপরও মার্কেট খারাপ বলে তো আর ছবি মুক্তি দেওয়া বন্ধ নেই। আমার বিশ্বাস এ ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিতে আমার চরিত্রের নাম পায়েল। ছবিতে চঞ্চল স্বভাবের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু মেয়েটি সবসময় আত্মহত্যা করার চেষ্টা করে। বিশেষ করে একবার আত্মহত্যা করতে গিয়ে নায়কের সঙ্গে দেখা হয়। আর কেন আত্মহত্যা করতে চাই এর পেছনেও একটা কাহিনি রয়েছে। দর্শক ছবিটি তা দেখলে বুঝতে পারবেন। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে। আমি এখন ছবি মুক্তির অপেক্ষায় আছি। মুক্তির তারিখ দর্শকদের জানিয়ে দেয়ার পর এ ছবির গান ও ট্রেইলার দর্শক বেশ পছন্দ করেছে। বিশেষ করে গত ২৫শে অক্টোবর রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে এ ছবির ট্রেইলারটি। ৪ মিনিট ৩৯ সেকেন্ডের এই ট্রেইলারে দেখা গেছে চলচ্চিত্রটিতে নিরব, তমা ও লাবণ্য ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ আরো অনেকে। এদিকে, এ ছবির পর ৮ই ডিসেম্বরে মুক্তি পাবে তমা মির্জার আরেকটি নতুন ছবি। এর নাম ‘চল পালাই’। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ ও শিপন মিত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর