October 18, 2024, 10:46 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শরিফের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। দুটি দুর্নীতি মামলায় পাকিস্তানের দুর্নীতিবিরোধী ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো আদালত (ন্যাব) জামিনযোগ্য এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামি ৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে। শরিফের আইনজীবী জাফির খান একথা বলেছেন। শরিফ তার স্ত্রীর সঙ্গে বর্তমানে লন্ডনে আছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছে। শরিফের বিরুদ্ধে ন্যাবের তিনটি আলাদা দুর্নীতির মামলা আছে। তাছাড়া, শরিফের ছেলে এবং মেয়ে মরিয়মও ন্যাবের মামলায় বিচারের মুখে রয়েছে। লন্ডনে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মকে অভিযুক্ত করেছে পাকিস্তানের দুর্নীতি-দমন আদালত। এবছরের জুলাইয়ে ৬৭ বছর বয়স্ক নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে পাকিস্তান সুপ্রিম কোর্ট এক রায়ে তাকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করে। কারণ, তার আয়ের একটি উৎস সম্পর্কে স্বচ্ছতা ছিল না। প্রাথমিক ভাবে পানামা পেপার্স কেলেঙ্কারিতে আদালত থেকে ছাড় পেয়েছিলেন নওয়াজ শরিফ। তবে তার সম্পত্তির হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এতেই দেখা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রচুর সম্পত্তি আছে শরিফের। এরপর ফের তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)। সুপ্রিম কোর্টের নিয়োগ করা আরেকটি প্যানেলও শরিফের পরিবারের সম্পত্তির সঙ্গে আয়ের গরমিলের কথা জানায়। এরপরই তার দুই ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তদন্ত চলে। নওয়াজ ও তার পরিবারের সদস্যরা  শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর