January 16, 2025, 6:11 pm

আ. লীগ ক্ষমতায় এলেই প্রতিনিয়ত গণমাধ্যমে কালোদিবস পালিত হয়: আমীর খসরু

আ. লীগ ক্ষমতায় এলেই প্রতিনিয়ত গণমাধ্যমে কালোদিবস পালিত হয়: আমীর খসরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই প্রতিনিয়ত গণমাধ্যমে কালোদিবস পালিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির এই নেতা বলেন, তারা ক্ষমতায় থাকা মানে গণমাধ্যমের খারাপ নিউজ পাওয়া। তারা একনায়কতন্ত্র কায়েমসহ গণমাধ্যমকর্মী সাংবাদিকদের হত্যা, সংবাদপত্র, টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। সরকারের কিছু সংস্থা গণমাধ্যমের ওপর চেপে বসে আছে। ভিন্ন মত ভিন্ন কিছু তুলে ধরলেই গণমাধ্যমকর্মীদের শাস্তি পেতে হচ্ছে, উচ্চমূল্য দিতে হচ্ছে। এমনকি জীবনেরও মূল্য দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরামের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ফর্মুলাই আছে বলে স্পষ্ট জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনের একটি ফর্মুলা সেটা হচ্ছে, নির্বাচনে বাংলাদেশের মানুষ নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং সেই ফলশ্রুতিতে জনগণের নির্বাচিত সরকার সংসদ গঠন করবে। শুধু এই প্রক্রিয়া নিশ্চিত হলেই আগামি দিনে নির্বাচন হবে। এর বাইরে আর কোনো সুযোগ নেই। আয়োজক ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, লেবার পার্টির মহাসচিব হামদাল মেহেদি, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুরুল হোসেন ঈসা, জিনাফের সভাপতি লায়ন মিয়া আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর