চিহ্নিত মাদক ব্যবসায়ীরাই বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে : মতিয়া
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মাদক ব্যবসাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে কেবল চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে। শেখ হাসিনা বিনা কারণে কোনো মায়ের বুক খালি করেন না। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কৃষিমন্ত্রী শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী দিশারী উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাদক বিস্তারের জন্য দায়ী করেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের যুব সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে ৩৬০টি মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে মাদক ব্যবসা চালু করেন। সে ধারাবাহিকতায় বর্তমানে মাদক বাংলাদেশে ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী নকলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুস্থদের মধ্যে কাপড়, শিক্ষা প্রণোদনার টাকা ও খেজুর বিতরণ করেন। এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।