বগুড়ায় উপুর্যূপরি ছুরিকাঘাতে দম্পতি খুনে আটক ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বগুড়ার গাবতলীতে চাচাতো ভাই এর উপুর্যূপরি ছুরিঘাতে নিহত দম্পতি খুনের ঘটনায় অবশেষে খুনি আরমান আলী ওরফে ভেটু(৩০)কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার একদিন পর গত শুক্রবার দিবাগত রাতে তাকে এলাকার একটি কম্যুনিটি সেন্টারের ছাঁদ থেকে গ্রেফতার গাবতলী পুলিশ। এদিকে শুত্রবার ময়না তদন্ত শেষে নিহত দম্পতির লাশ তাদের পরিবার বর্গের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় তাদের পারীবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চককাতুলি উত্তরপাড়া গ্রামের মৃত মাদু প্রাং এর ছেলে জিল্লার রহমান ওরফে জিল্লা (৫০)এর সাথে পাশেরবাড়ীর চাচা মৃত নাদের আলী লেদুর ছেলে আরমান আলী ওরফে ভেটুর সাথে বেশ কিছু দিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিয়ে সম্প্রতি তাদের মধ্য বিচার সালিশ হয়। ওই সালিশ বৈঠকের এক সিদ্ধান্তে তার চাচাতো ভাই আরমানকে শুক্রবারের মধ্যই ১০হাজার টাকা দেবার জন্য জিল্লার রহমান ওরফে জিল্লারকে বলা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা জিল্লার ও তার স্ত্রী বলবুলি বাড়ীর সামনে আলতাবাজার এলাকার একটি পান দোকানে যায়। এ সময় চাচাতো ভাই আরমান আলী ওরফে ভেটু সেখানে যায় এবং আবারো টাকার জন্য বাকবিতন্ডায় জরিয়ে পরে। বাকবিতন্ডার একপর্যায়ে সে নিজের কাছে লুকিয়ে রাখা ছুরি দিয়ে জিল্লার ও তার স্ত্রী বুলবুলিকে উপৃর্যূপরি ভাবে ছুরিকাঘাত করে। এতে করে তারা রক্তাত অবস্থায় লুটিয়ে পড়লে। এলাকাবাসী তাদেও মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। এব্যপারে গাবতলী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ খাইরুল বাসার জানান, গোপন এক সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন খুনি ভেটু এলাকায় লুকিয়ে আসেন। রাতে তিনি সঙ্গীয় ফোসর্ সহ এলাকার একটি কম্যুনিটি সেন্টারের ছাঁদ থেকে তাকে পাকড়াও করেন।