September 22, 2024, 1:44 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচনের আগে ক্ষমতাসীনদের পকেট ভারী করার বাজেট: মওদুদ

নির্বাচনের আগে ক্ষমতাসীনদের পকেট ভারী করার বাজেট: মওদুদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য এ প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শুক্রবার রাজধানীতে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ স্লোগান সংবলিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য বাজেট উত্থাপন করেন। মোট চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে এ বাজেটে কোনো দিকনির্দেশনা নেই উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, এই বাজেটটা তৈরি করা হয়েছে একমাত্র একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আগামি নির্বাচন সামনে রেখে। কিন্তু তাঁরা ভুলে যাচ্ছেন, এতে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনের কোনো রকমের পার্থক্য আনবে না। কোনো রকমের পরিবর্তন আনবে না। কারণ তাঁরা যে দুর্নীতির সম্মুখীন, সেই দুর্নীতির সম্মুখীন তাদের থাকতেই হবে। এই বাজেটের মাধ্যমে গবির গরিবই থেকে যাবে। আর বড়লোক আরো বড়লোক হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মাদকবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য বিরোধী দল দমন এমন অভিযোগও করেন ব্যারিস্টার মওদুদ। বাজেটে সুশাসন প্রতিষ্ঠা করার কোনো ইঙ্গিত নেই দাবি করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ বাজেটটা তৈরি করা হয়েছে একমাত্র আগামি নির্বাচনকে সামনে রেখে। এর মাধ্যমে দেশের তিন কোটি বেকার-হতদরিদ্র মানুষকে মূল অর্থনীতির ¯্রােতধারায় আনা সম্ভব নয়। মওদুদ আহমদ বলেন, এ বাজেট দুর্নীতিপরায়ণ, অদক্ষ, অযোগ্য সরকারের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয়। এ বাজেটের মাধ্যমে গরিব গরিবই থেকে যাবে। বড় লোক আরো বড় লোক হবে। আমি গত বৃহস্পতিবারও বলেছি, ইটস এ বিগ বিউটিফুল ব্লু বেলুন। অর্থাৎ বেলুনটা খুব সুন্দর এবং সবুজ রংয়ের। এত সুন্দর একটা বেলুন, কিন্তু ভেতরে কিছু নেই। একটা পিন দিয়ে খোঁচা দিলেই শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, আমরা এমন একটা সরকার দেখতে চাই, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত। সে ধরনের সরকার দেখতে হলে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন দলীয় সরকারের অধীনে কখনোই সম্ভব নয়। নির্বাচন অবশ্যই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। সে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। যাতে জনগণ নির্ভয়ে তার ভোট দিতে পারে। ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর