রায় পক্ষে গেলে বিএনপি আইন মানে, বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপ: কাদের
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রায় পক্ষে গেলে বিএনপি আইন মানে আর বিপক্ষে গেলে বলে তা সরকারের হস্তক্ষেপ। তিনি আরো বলেন, আদালত তার নিজস্ব নিয়মে চলে। বিএনপি বা আওয়ামী লীগের কথায় চলবে না। গতকাল সোমবার ঈদ সামনে রেখে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বিশেষ সেবা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন। ঈদ সামনে রেখে সারা দেশে বিভিন্ন রুটে বিআরটিসির ৯০৪টি বাস চলাচল করবে। ঢাকা মহানগরের ছয়টি ডিপো এবং গাজীপুর, নারায়ণগঞ্জ ডিপো থেকে ৪৭৫টি বাস চলবে। বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আজ মঙ্গলবার। এ ছাড়া বিভিন্ন ডিপোর অধীন ৫৪টি বাস রাজধানীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে জরুরি অবস্থা নিরসনে অবস্থান করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছেন নাÑবিএনপি নেতাদের এমন প্রশ্ন সরকারের কাছে নয়, আদালতের কাছে জিজ্ঞাসা করা উচিত। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, যেটা তাদের বিরুদ্ধে যাবে ওটা সরকারের হস্তক্ষেপ। আর যেটা তাদের পক্ষে যাবেÑআদালতের রায়Ñসেখানে বিচার বিভাগ স্বাধীন। তাদের পক্ষে না গেলে তারা আইন মানে না, বিচার মানে না, বিচার ব্যবস্থাও মানে না। বিষয়টা আদালতকেই জিজ্ঞেস করুন। বেগম জিয়াকে (জামিন বিষয়ে) কেন আবার আইন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আদালত আওয়ামী লীগ-বিএনপির কথায় চলবে না। আদালত আদালতের ভাষায় কথা বলবে। রোজা এবং আসন্ন ঈদে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষের ভোগান্তি রোধে রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অন্য উন্নয়নমূলক কাজ আগামি ২১ জুন পর্যন্ত বন্ধ রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, যেসব কাজে জনগণের জন্য ভোগান্তির সৃষ্টি হয় সেসব কাজ ঈদের আগে না করতে আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে গাজীপুরসহ যেসব এলাকায় রাস্তার সংস্কার কাজ চলছে ঈদে যাত্রীদের নির্বিঘœ যাতায়াতের জন্য তা দ্রুত শেষ করতে হবে। সেতুমন্ত্রী বলেন, ধানমন্ডি ২৭ ও শঙ্কর এলাকাসহ ঢাকার বেশকিছু এলাকায় খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ চলছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তি রোধে আগমী ২১ জুন পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ইতোমধ্যে সিটি করপোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, এ ছাড়া গাজীপুরসহ সারাদেশে যেসব সড়ক ও উন্নয়নমূলক কাজ চলছে তা আগামি ১৫ দিন বন্ধ রাখতে বলেছি। যাতে নিরাপদে সবাই ঈদ করতে পারে।