January 10, 2025, 8:29 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মো. হেকমত সিকদার বিজয়

সুমন মিয়া ঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মো. হেকমত সিকদার বিজয়ী হয়েছেন। গতকার মঙ্গলবার ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের স্থগিত গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. হেকমত সিকদার ৩ হাজার ৯শ’ ৮৫ ভোট পেয়ে সেরকারী ভাবে নির্বাচিত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (চশমা) আওয়ামীলীগের বিদ্রোহী মো. শহিদুল ইসলাম (শহীদ) পেয়েছেন ৩ হাজার ৮শ” ৫৪ ভোট ।

সাধারণ সদস্য পদে মো. খলিলুর রহমার ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ফাতেমাতুজ জহুরা মুনমুন নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. মাহমুদুল আলম এ তথ্য জানান,। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ২হাজার ১শ ৪৫। এতে নৌকা প্রতীকে হেকমত সিকদার পেয়েছেন ১ হাজার ২শ ৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীক নিয়ে শহীদুল ইসলাম পেয়েছেন ৩শ’ ৬২ ভোট।

উল্লেখ্য যে, গত (২৯ মার্চ) ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে সাগরদীঘি ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র নির্বাচনী সহিংসতার ঘটনায় এক যুবক নিহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর