December 26, 2024, 11:59 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

নাটোরে যুবককে গুলি করে হত্যা, আহত ২

নাটোরে যুবককে গুলি করে হত্যা, আহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত হামিদুল ইসলাম চামারী ইউনিয়নের দড়ি মহিষমারী গ্রামের নেকবর আলীর ছেলে ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী সরকার পাড়ায় দুগ্রুপের মধ্যে গুলিবিনিময় হয় সময় মহিষমারী কাচারীপাড়ার মৃত: খলিলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আহত রবিউল ইসলামকে গুলিবৃদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে দুপুর ১টায় পাশবর্তী লালোর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পাকা রাস্তায় পুনরায় ওই দুগ্রুপের দুটি মোটর সাইকেল আরোহীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে সময় হামিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং কালিনগর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে নাহিদ হোসেন গুলিবিদ্ধ হয় আহত নাহিদ হোসেনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এলাকাবাসী জানায়, নিহত এবং আহতরা সকলেই বিভিন্ন মামলার পলাতক আসামী এরা এলাকায় বসবাস করে না হঠাৎ হঠাৎ এলাকায় এসে নানা অঘটন ঘটিয়ে আবার আত্মগোপনে চলে যান সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে

Share Button

     এ জাতীয় আরো খবর