সিরাজগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ পৌরসভার একডালা পুনর্বাসন এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানার ধর্ষণ মামলা করেছেন। সে মামলায় গ্রেফতার করা হয় মনির হোসেন (৩০) নামের যুবককে। মনির সিরাজগঞ্জ পৌরসভার একডালা এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার ওসি নূরুল ইসলাম জানান, গত ১১ অক্টোবর ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার ওই গৃহবধূ ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে চার–পাঁচ যুবক তাঁকে অপহরণ করে। পরে ওই গৃহবধূকে একডালা পুনর্বাসন এলাকার নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে যুবকরা। অসুস্থ অবস্থায় গৃহবধূ কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে ঘটনাটি পরিবারের লোকজনের কাছে বলেন। ওসি আরো জানান, বিষয়টি স্থানীয় কিছু লোকজন মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে গতকাল সোমবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূ থানায় মামলা করেন। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গত রোববার রাতে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।