December 29, 2024, 12:30 am

জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের খালেদা জিয়ার

প্রাইভেট ডিটেকটিভ  ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। সম্প্রতি তাকে চার মাসের জামিন দেয়া হয়। সে জামিন রবিবার পর্যন্ত স্থগিত করে লিভ টু আপিল দায়েরের জন্য দুদক ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আপিল বিভাগ।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর