October 9, 2024, 11:17 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

কে থাকছেন অস্কার উপস্থাপনায়

বিনোদন ডেস্কঃ

অস্কার পুরস্কারের ৯০তম আসর বসবে আগামী ৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে। সেই আসরে গত বছরের মতো এবারও মূল উপস্থাপক হিসেবে থাকছেন স্বনামধন্য কমেডিয়ান জিমি কিমেল। তবে তাঁর সঙ্গে থাকছেন এক ঝাঁক উপস্থাপক।

গতকাল (২১ ফেব্রুয়ারি) দ্য একাডেমির এক টুইটার পোস্টে নতুন আরো ১০জন উপস্থাপকের নাম প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রথমেই রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’-এর প্রধান অভিনেত্রী গ্যাল গ্যাদত। এরপর রয়েছেন, ‘স্টার ওয়ার’ অভিনেতা মার্ক হ্যামিল এবং ‘কল মি বাই ইওর নেম’-এর আর্মি হ্যামার।

নতুন উপস্থাপকদের তালিকায় বাকিরা হলেন: অস্কার আইজ্যাক, লিন-ম্যানুয়েল মিরান্ডা, গিনা রডরিগুজ, ইভা মারি সেন্ট, উয়েস স্টুডি, কেলিমারি ট্র্যান এবং জেনদায়া।

অস্কার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ সময়ের দর্শকনন্দিত চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন এই তারকারা। তাই অস্কারের ৯০তম আসরের মঞ্চে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে সম্মান দেখানো হচ্ছে।

খবরে প্রকাশ নতুন এই ১০জন উপস্থাপক যোগ দিবেন মাহেরশালা আলি, শাদভিক বোসমান, ভিওলা ডেভিস, লরা দের্ন, জেনিফার গারনার, গ্রিটা গারভিগ, দিফানি হ্যাডিশ, টম হল্যান্ড, কুমেইল নানজিয়ানি, মারগট রবি, এমা স্টোন এবং দানিলা ভেগা-র সঙ্গে।

উল্লেখ্য, অস্কারের ইতিহাসে এবারই প্রথম একজন ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে দানিলা ভেগাকে সর্বজনবিদিত এই আসরে উপস্থাপনা করার সম্মান দেওয়া হচ্ছে। অস্কারে বৈচিত্র্যে অভাব- এমন অভিযোগের প্রেক্ষিতে এবার বিভিন্ন জাতিগোষ্ঠীর অভিনয় তারকাদের উপস্থাপনার জন্যে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে।

অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ৫ মার্চ স্টার মুভিজ চ্যানেলে প্রচার করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর