March 14, 2025, 10:14 am

সংবাদ শিরোনাম
জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার বিলাইছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।থানায় সংবাদ সম্মেলন

নিষেধাজ্ঞা চলাকালে সেন্টমার্টিন দ্বীপের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গেল শনিবার থেকে শুরু হয়েছে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলাকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ৮ কিলোমিটার আয়তনের এই দ্বীপের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্টমার্টিনে নিষেধাজ্ঞার সময় কেউ যাচ্ছেন কি না, তা নজরদারিতে রাখা হবে। পাশাপাশি দ্বীপের সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে।

একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করার পরিকল্পনাও রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপ সুরক্ষায় মাসব্যাপী যে কর্মসূচি, তা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পাশাপাশি পর্যটক যাতায়াত বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের বিকল্প জীবিকার বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, নভেম্বর মাসে পর্যটকেরা দ্বীপটিতে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। তবে ডিসেম্বর ও জানুয়ারি-এ দুই মাসে দৈনিক দুই হাজার পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ রাখা হয়।

এদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তে তারা ভালো নেই। দারিদ্র্যের কষাঘাতে দিনাতিপাত করছেন। এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।

Share Button

     এ জাতীয় আরো খবর