January 1, 2025, 7:34 pm

সংবাদ শিরোনাম
ছাত্র দলের খাবার বিতরন সুরক্ষিত হৃদপিণ্ড আগুনে পুড়ে গেল সচিবালয়। মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সচিব হলেন আব্দুর রহিম রিপন,নতুন আরও তিন সদস্য অন্তর্ভুক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক , দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম হাজী হাশমত আমেনা ফাউন্ডেশন এর  আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৪ আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন , মৌলভীবাজার”-এর আহবায়ক-কমিটি গঠন মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা সাবেক স্বামীর লালসা-সন্তান বলির পাঁঠা, প্রতিকার কোথায়? জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে চলন্ত সিএনজিকে ৩ ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পথরোধ করে প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা ও দামী একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়!

এ ঘটনায় গত কয়েকদিন ধরে জনমনে চোরি, ডাকাতি ও ছিনতাই আতংক বিরাজ করছে।

এ ঘটনায় ওমান প্রবাসী নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আব্দুল মোমিনের স্ত্রী ২ সন্তানের জননী রুনা আক্তার (২২) এর সাথে সরাসরি কথা হলে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার পাঠানো ১ লক্ষ ২ হাজার টাকা গত ১৮ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ১০টার দিকে আউশকান্দি হীরাগঞ্জ মধ্যে বাজারস্থ রূপালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসেন ব্যাংকে।

ব্যাংকে প্রবেশ করার পরপরই ছিনতাইকারী চক্রের সদস্যরা ব্যাংকে প্রবেশ করে। যা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।

উল্লেখিত, টাকা ব্যাংক থেকে উত্তোলনের সময় তিনি লক্ষ্য করেন, ব্যাংকের ঝাড়ুদার লক্ষী রানী নামের মহিলাকে ছিনতাই চক্রের এক সদস্যের সাথে কথাবার্তা ও ইশারা ইংরিত সহ ছিনতাইকারী যাওয়ার সময় তাকে টাকা দেয়৷ তাও সিসি ফুটেজে দেখা যাচ্ছে।

প্রবাসীর স্ত্রী এ সবরে দিকে নজর না দিয়ে বাজার থেকে ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর সংলগ্ন ফুলকলিতে যান। এতে সেখানের আরেক সিসি ফুটেজেও দেখা যায় ঐ ছিনতাইকারীর মোটরসাইকেল।

পরে সে বাড়ী ফেরার পথিমধ্যে আউশকান্দি মাদ্রাসা পয়েন্টস্থ কেয়ার মেডিসিন কর্ণার ও মা শপিং সিটির সামনে ছিট ফরিদপুর সিএনজি স্ট্যান্ডে এসে বাড়ীর উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা দেন। এসময় ৩জন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে সিএনজির পিছু নিয়ে যাচ্ছে, তাও সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে।

পথিমধ্যে বেতাপুর গ্রামের একটি নির্জন স্থান ও মাজারের সামনে যাওয়া মাত্রই সিএনজি অটোরিকক্সাকে পথরোধ করে ঐ মোটরসাইকেলে থাকা ৩ জন ছিনতাইকারী আরোহী অটোরিকক্সা সামনে যাওয়া মাত্রই সু-চতুর ৩জন ছিনতাইকারীরা সাইকেল থেকে নেমে প্রবাসীর স্ত্রী ও তার সাথে থাকা ৪ বছরের শিশু বাচ্চার গলায় রামদা ধরে ঐ মহিলাকে জিম্মি করে মহিলার হাতে থাকা ব্যাগটি ফিল্মি স্টাইলে বীরদর্পে নিয়ে চলে যায়। ঐ ব্যাগে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা সহ দুটি জাতীয় পরিচয় পত্র ছিল ৷ সিএনজিতে থাকা চালক সহ অন্যান্য যাত্রী কেউই এর কোন প্রতিবাদ করেননি!

এ বিষয়ে সিএনজি চালক হাবিবুর রহমান ও গাড়ীতে থাকা যাত্রী মতিন মিয়া বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্র দেখে আমরা কোনো প্রতিবাদ করার সাহস করতে পারিনি। তবে, ঘটনাটি খুবই দুঃসাহসিক ও মর্মান্তিক৷ এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নবীগঞ্জ থানায় অজ্ঞাত নামা ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এ ব্যাপারে পুলিশ বলছে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

উল্লেখ্য: উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত আউশকান্দি হীরাগঞ্জ বাজার তথা অত্র এলাকায় ইদানীং বাড়ছে চুরি, ছিনতাই! কয়েকদিন পরপর বাজার ও আশপাশ এলাকার বিভিন্ন স্থান থেকে দিন দুপুর, সন্ধা রাত ও মধ্যে রাতে কয়েকটি মোটরসাইকেল চুরি করে হয়েছে। এমন কি বিভিন্ন
গাড়ীর ব্যাটারি চুরি সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটছে৷ এলাকার সচেতন নাগরিকরা জোরদাবী জানান যে, প্রশাসন যেন তড়িৎ পদক্ষেপ গ্রহন করে অপরাধী ও ঐ সকল চোর ও ছিনতাইকারী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়৷

Share Button

     এ জাতীয় আরো খবর