পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে নানা অনিয়মের প্রতিবাদে উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বড় আলমপুর ইউনিয়নবাসী। গতকাল রবিবার (২৪ নভেম্বর) দুপুরে বড় আলমপুর ইউনিয়নের সর্ব জনসাধারণের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তর পত্নীচড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন পরিষদের ৮জন ইউপি সদস্যসহ ৫ শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী ও বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম নির্বাচিত হবার পর থেকেই বিগত সময়ের সাবেক স্পীকারের প্রভাব দেখিয়ে বেপরোয়া হয়ে সম্প্রতি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক টিসিবি’র উপকারীভোগীদের তথ্য হালনাগাদের কথা বলে ইউনিয়ন পরিষদের টিসিবি কার্ড জমা নিয়ে সঠিক উপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে আত্নীয় স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউপি চেয়ারম্যান সেলিম এছাড়াও জন্মনিবন্ধন সংশোধনের নামে হয়রানি, বয়স্ক, বিধতা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী ভাতার নাম করে টাকা নেয়া, ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎসহ ইউনিয়ন পরিষদে সবধরনের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিতের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সেলিমের অপসারণসহ দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণের দাবী জানান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। এসময় মানববন্ধনে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা চেয়ারম্যান সেলিম এর নানা অনিয়মের কথাও তুলে ধরেন। পরে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলে দিয়ে প্রতিবাদ করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, হোসেনপুর গ্রামের শাফিউল ইসলাম, বড় আলমপুর গ্রামের সাজু মিয়া, বাঁশপুকুরিয়া গ্রামের খারুজ্জামান লাবু, তহিদুর রহমান, ষোলঘরিয়া গ্রামের রওশন আলী, ইউপি সদস্য হারুন অর রশিদ, শিমুল মিয়া, আবু তাহের মিয়া, আশরাফুর ইসলাম, তাহাজুল ইসলাম, মোছা: ফাতেমা বেগম, মরিয়ম বেগম, শাহিন মিয়া