নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশে থাকা একটি নর্দমায় পরে গিয়ে আ: সামাদ হোসেন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি এলাকার মোল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। শিশুটির পিতার নাম মুকুল হোসেন।
মৃত শিশুটির স্বজনেরা জানায়, আজ বিকাল চারটার দিকে শিশুটির কৃষক পিতা গম ভাঙ্গাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ ঘরের বারান্দায় বসে কিছু গম মাপছিলেন। তখন শিশুটি বারবার ওই গম মুখে দিচ্ছিলো তাই তার বাবা তখন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর শিশুটি সেখান থেকে চলে যায়। পরে তার পিতা গম মাপা শেষে ছেলেকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলে এক পর্যায়ে বাড়ির পাশের নর্দমার পানিতে শিশুটিকে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান তার পিতা নিজেই। তারপরে পানি থেকে তুলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক শিশুটির অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।