October 11, 2024, 12:23 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশে থাকা একটি নর্দমায় পরে গিয়ে আ: সামাদ হোসেন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি এলাকার মোল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। শিশুটির পিতার নাম মুকুল হোসেন।

মৃত শিশুটির স্বজনেরা জানায়, আজ বিকাল চারটার দিকে শিশুটির কৃষক পিতা গম ভাঙ্গাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ ঘরের বারান্দায় বসে কিছু গম মাপছিলেন। তখন শিশুটি বারবার ওই গম মুখে দিচ্ছিলো তাই তার বাবা তখন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর শিশুটি সেখান থেকে চলে যায়। পরে তার পিতা গম মাপা শেষে ছেলেকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলে এক পর্যায়ে বাড়ির পাশের নর্দমার পানিতে শিশুটিকে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান তার পিতা নিজেই। তারপরে পানি থেকে তুলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক শিশুটির অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর