September 21, 2024, 4:58 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

সিসিটিভির আওতায় উলিপুরঃ সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় পুলিশের এই প্রচেষ্টা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অন্তর্ভুক্ত হলো সিসিটিভির আওতায়। যা নিয়ন্ত্রণ করা হবে উলিপুর থানা থেকে।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জনাব পংকজ চন্দ্র রায়, পিপিএম মহোদয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম মর্তুজা সহ উলিপুর উপজেলা বণিক সমিতির সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ।
উলিপুর উপজেলার বিভিন্ন ব্যবসায়িবৃন্দ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ মহোদয় বলেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চুরি,ছিনতাই রোধ ও যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সিসিটিভি ক্যামেরা।
পুলিশ সুপার বলেন, আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী পৌরসভা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি এবং তার সাথে আজকে যুক্ত হলো উলিপুর। পাশাপাশি অন্যান্য উপজেলাতে ও কার্যক্রম চলমান আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভির আওতায় আনবো এবং যার নিয়ন্ত্রণ থাকবে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ সুপার আরও বলেন, ইতিমধ্যেই আমরা সিসিটিভি ক্যমেরার ফুটেজের মাধ্যমে কয়েকটি চুরি, অটোছিনতাই, সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। যা ভবিষ্যতেও আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর