December 22, 2024, 11:17 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার

১৮/০৫/২০২৪খ্রিঃ তারিখে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ, এএসআই (নিঃ) মোঃ মাসুক আহমদ ও সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন সিয়েরা-৬৩ ডিউটি করাকালে অনুমান ২২:৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে অবস্থান করাকালে জনৈক ০২ ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে সিলেট জেলার জৈন্তাপুর থানার দিক হতে আসা একটি ট্রাকে ভারতীয় অবৈধ চিনি আছে মর্মে ডিউটিতে থানা অফিসারকে সংবাদ প্রদান করেন । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ট্রাকে থাকা বস্তাগুলো ভারতীয় চিনি মর্মে নিশ্চিত হয়ে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ঘটনাস্থলে আসার জন্য অবগত করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ট্রাক থেকে নামিয়ে তাদের শরীর ও ট্রাক তল্লাশী করা হয় । তল্লাশীকালে আটককৃত আসামীদের হেফাজতে থাকা ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১১-০৬০৪, যার ইঞ্জিন নং-6BTAA22L63919717, চেসিস নং-6BTAA22L63919717, মূল্য অনুমান ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা, এর ভিতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ৪০০ বস্তা ভারতীয় চিনি, প্রত্যেক বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR ORIGIN INDIA, SHRIPATI INDIAN WHITE CRYSTAL SUGAR, WHITE CRYSTAL SUGAR DOUBLE SULPHIPATION KOLHAPUR INDIA, WHITE CRYSTAL SUGAR STATE MAHARASHTRA COUNTRY INDIA সহ আরো অনেক ইংরেজী শব্দ লেখা আছে। প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে সর্বমোট = ১৯,৬০০ কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির আনুমানিক মূল্য ১২০ টাকা করে সর্বমোট মূল্য = ২৩,৫২,০০০/- টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে বৈদ্যুতিক বাল্বের পর্যাপ্ত আলোতে ১৯/০৫/২০২৪খ্রিঃ তারিখ ০১.৩০ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে এসআই (নি:) আব্দুল আজিজ জব্দ করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মূখে ১। মো: শাকিল সিকদার (৩৬), পিতা-হারুন অর রশিদ শিকদার, মাতা-মমতাজ বেগম, সাং জঙ্গলপট্টি, পোস্ট-বিলগ্রাম (৮২৩২), থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২। মো: জহুরুল আলী (৩২), পিতা-মৃত গোলাম মোস্তফা, মাতা-রেবা বেগম, সাং দারুসা শস্যকুড়ি, থানা-পবা, জেলা-রাজশাহী, ৩। শামীম রহমান (৩৬), পিতা-মোসলেম উদ্দিন, মাতা-সেলিনা খাতুন, সাং সুলতানপুর, থানা-সদর, জেলা-সাতক্ষীরা বলে জানায়। উক্ত ঘটনায় ধৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১৪, তাং-১৯/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b)/25D রুজু হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর