December 30, 2024, 11:12 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে মিছিল ও ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত

রুস্তম আলী সরকার: রংপুর
ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে মিছিল ও ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত। গতকাল ১৩মে ২০২৪, সোমবার সকাল ১১টায় খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং সর্বজনীন রেশন চালুর দাবিতে রংপুর মহানগরীতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন, রংপুর এর উদ্যোগে মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে সংগঠনের সদস্য চানমিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু, সংগঠক আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন সংগঠক আনোয়ারা বেগম,বিউটি সুলতানা,লাভলী বেগম প্রমূখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামরুন্নাহার খানম শিখা,বাংলাদেশ যুব মৈত্রীর রংপুর মহানগর কমিটির সভাপতি হিজবুল্লাহিল কাফি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সদস্য সাজু বাসফোর। নেতৃবৃন্দ বলেন,সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিহীন ও গৃহহীন জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। সরকার প্রধান দেশকে ভূমিহীন শূন্য অবস্থায় নিয়ে আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের আকাঙ্খায় অত্র অঞ্চলের ভূমিহীন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। উল্লেখিত পরিবারগুলোর আবাসনের করুণ অবস্থার বিষয়টি বিভিন্ন সময় আমরা স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে জানিয়েছি।তার সাথে নতুন মাত্রা যুক্ত হয়েছে নির্বিচারে উচ্ছেদ।ফলে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একদিকে হতাশা ও অন্যদিকে উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে।তাই অবিলম্বে সিটি কর্পোরেশনে বহুতল ভবন নির্মাণ করে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

Share Button

     এ জাতীয় আরো খবর