-
- জেলা সংবাদ
- উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ আব্দুল কাইয়ুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট সময় November, 21, 2022, 2:42 pm
- 97 বার পড়া হয়েছে
মোঃ নূরবক্ত মিঞা, উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা পৌরসভার মুন্সিপাড়া গ্রামের বীর মুক্তিযুদ্ধা, গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব শেখ মোঃ আদুল কাইয়ুম শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধায় কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ভূগছিলেন৷ মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, এক পুত্র, দুই কণ্যাসহ বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেঋেন।
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গ্রামের বাড়ী মিয়াপাড়ায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন-এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র নেতৃত্বে থানা পুলিশের একটি টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম ডি ফয়জার রহমান প্রমূখ। পরে, স্থানীয় হাজ্বী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা’র আবেদনে উপস্থিত হাজ্বীগণ জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধার লাশ কাঁধে বহন করে মিয়াবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ জাতীয় আরো খবর