পিডিনিউজ ডেক্সঃ
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
২৬ জানুয়ারি (রবিবার) ভোরে উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। চলে সকাল ১১টা পর্যন্ত।
নিহতদের মধ্যে আলমগীর হোসেন (১৯) বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে। অন্যজনের নাম আলী আহমেদ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এলাকাবাসীর ভাষ্য, তারা দুইজনই নৌকার প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। রোববার ভোরে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায় এ সময়সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, হাসপাতালে নেওয়ার পথেই মারা যান আলী আহমেদ। আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, “সংঘর্ষে দুজন নিহতের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।