January 2, 2025, 10:16 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

আদালতের আদেশ অমান্য করে শাহজাদপুরে বিয়ে রেজিস্ট্রেশন

আব্দুল্লাহ আল শামীম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কাজি এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পোতাজিয়া ইউনিয়নের কাজির বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে বিয়ে রেজিস্ট্রেশন করার অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের কাজি জাহাঙ্গির আলম গত বছরের ৫ ডিসেম্বর পোতাজিয়া ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কাজি মতিউর রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করলে আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেন। ওই আদেশনামা গত ৩ জানুয়ারি কাজি মতিউর রহমান নিজ স্বাক্ষরে গ্রহণ করার পরও পোতাজিয়া ইউনিয়নের সকল বিয়ে ও তালাক রেজিস্ট্রি করছেন।

এ বিষয়ে গাড়াদহ ইউনিয়নের কাজি জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিয়ে রেজিস্ট্রার কাজি জালাল উদ্দিন মারা যাওয়ার পর পদটি শূন্য হওয়ায় আলী আকবরকে দায়িত্ব দেওয়া হয়। আলী আকবরের বিরুদ্ধে মৃত কাজি জালাল উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম মামলা করলে পদটি পুনরায় শূন্য হলে মন্ত্রণালয় থেকে আমাকে (কাজি জাহাঙ্গীর আলম) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার আমাকে বাদ দিয়ে অবৈধভাবে কাজী মতিউর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেন। পরে উচ্চ আদালতে রিট পিটিশন করায় আদালত মতিউর রহমানকে বিয়ে রেজিস্ট্রি করা থেকে ছয় মাসের স্থগিতাদেশ দেওয়া হয়।

রূপবাটি ইউনিয়নের কাজি মতিউর রহমান বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ আমি পেয়েছি। আমাকে জেলা রেজিস্ট্রার দায়িত্ব দিয়েছেন। তিনি নিষেধাজ্ঞা দিলে বিয়ে রেজিস্ট্রেশন বন্ধ করে দেব।

সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার জসিম উদ্দিন ভুইয়া জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যাকে দায়িত্ব দেবেন তিনিই কাজির দায়িত্ব পালন করবেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর