বুধবার (১০ আগস্ট) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, প্রতি বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্ববিখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়।
এই ঐতিহ্যের ধারাবাহিকতায়, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।
এর আগে, গত ৩ জুলাই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে এক টন আম পাঠানো হয়।
পাঠানো আম ৪ জুলাই ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে। এরপর আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে দেয়া হয়।
গত বছরও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।