July 1, 2024, 10:43 am

সংবাদ শিরোনাম
শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ বিশ্ব যোগ দিবস ২০২৪ পালিত কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী

তেলের দাম বৃদ্ধি কৃষিতে প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে বিকল্প আর কোনো উপায় ছিল না। তেলের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, কৃষকদের জন্য ভর্তুকির কথা ভাবছে সরকার। কিন্তু বিরোধী দল বিষয়টি না বুঝেই সরকারের বিরুদ্ধে এখন অপপ্রচারে নেমেছে।

রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের রিজার্ভ আছে। তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হলে দেশে এর প্রভাব পড়বে।

কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রফতানিযোগ্য করার বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং কারখানা চালু করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, তেলের দাম বৃদ্ধিতে দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির।

Share Button

     এ জাতীয় আরো খবর