-
- জেলা সংবাদ, সারাদেশে
- ফুরবাড়ীতে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় August, 1, 2022, 11:39 am
- 105 বার পড়া হয়েছে
মো,মোরসালিন ইসলাম ||
দিনাজপুরের ফুলবাড়ীতে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ( রেজি.নং ১১৬৭) দ্বি- বার্ষিক নির্বাচন সুষ্ঠুও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩০ জুলাই (শনিবার) ফুলবাড়ীর বাস স্ট্যা ইউনিয়নের নতুন ভবনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উক্তে নির্বাচনে ৩ শত ভোটারের মধ্য ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে বিভিন্ন পদে ২৭৫ টি ভোট ক্রটির কারনে নির্বাচন কমিশন বাতিল করেন। ১৪ টি পদের মধ্যে ১২ টি পদে প্রতিদ্বন্দীতা করেন ৩৯ জন। বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মোঃ মহসিন সরকার ও এ টি এম মাহাবুবু রহমান (বুলবুল) নির্বাচিত হয়।
রাত ৯ টায় নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী সহ সভাপতি দুটি পদে মো,জাহাঙ্গীর আলম ১৪৯ এবং মো,জামান ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাদের প্রতিদ্বন্দী মো,মেহেদুল ইসলাম ( সাবেক কাউন্সিলর) ৮৬,মো,হাফিজুর রহমান ৫৩ এবং মো, মিজানুর রহমান ২২ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো,আমিনুল ইসলাম ১৭০ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দী ,মোজাম্মেল হোসেন ৭৭ ভোট পান। সহ সম্পাদক পদে মো, ঝিনুক (পূনঃ গণনায়) ১২০ ভোট পেয়ে বিজয় লাভ করেন,তার নিকটতম প্রতিদ্বন্দী মো,শেহের আলী ১১৯ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মো,আনোয়ার হোসেন ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন, ওই পদে মো,জাহাঙ্গীর আলম ৭৭ ও মো, আমজাদ হোসেন ৪৫ ভোট পেয়েছেন। সহ সাংগাঠনিক পদে অসিত কুমার মহন্ত ১২৫ ভোট পেয়ে বিজয়ী হন, উক্ত পদে মো,হারুন উর রশিদ ৯৮ ভোট পান। অর্থ সম্পাদক পদে মো,রিমু (১৮৪) সর্বচ্চ ভোট পেয়ে বিজয় লাভ করেন, উক্ত পদে মো,মেহেদুল ইসলাম ৭১ ভোট পান। সড়ক সম্পাদক পদে মো,শহিদুল ইসলাম ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দী মো,আলাউদ্দীন ৭৯, শ্রী বাহাদুর ৪৭, পান। সমাজকল্যাণ সম্পাদক পদে মো,আশাদুল শেখ ১০২ ভোট পেয়ে বিজয়ী হন,প্রতিদ্বন্দী মো, হাফিজুর রহমান ৫০ ও মো ময়নুল শেখ ৯৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো,এমদাদুল হক ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন, প্রতিদ্বন্দী মো,মিজানুর রহমান ৮২ ভোট পান। প্রচার সম্পাদক পদে মো,জনি ইসলাম ১৪২ ভোট পেয়ে বিজয়ী হন, প্রতিদ্বন্দী মো,মোস্তাফিজুর রহমান ৬১ ও মো,নজরুল ইসলাম ৪৬ ভোট পান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো,নুর আলম ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দী মো,জাহিদ হাসান জুম্মূন ৮০ ও সামসুল আলম ৩৯ ভোট পান। কার্যকরি সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দী করে ৩ জন বিজয়ী হন। যথাক্রমে ১০৬ ভোট পেয়ে মো,আব্দুল আজিজ, ৯২ ভোট পেয়ে মো,আব্দুল খালেক, ৮৮ ভোট পেয়ে মো,ছামেদুল ইসলাম বিজয়ী হন। উক্ত পদে প্রতিদ্বন্দীতা করে মো,মতিয়ার রহমান ৬৬, মো,হারুনুর রশিদ ৬৩, মো,জাহাঙ্গীর আলম, ৫৪, মো,আলী জিন্নাহ ৫১,আসাদুল হক আসাদ ৪৪ ও মো, সাইফুল ইসলাম ৪২ ভোট পেয়েছেন। উক্ত নির্বাচন সূচারু রুপে পরিচালনা করেন নির্বাচন কমিশনার শেখ বাদশা ও তার সহযোগী নেতৃবৃন্দুরা।
এ জাতীয় আরো খবর