January 12, 2025, 8:02 pm

সংবাদ শিরোনাম

সরকারের সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ।

বাগেরহাট জেলা প্রতিনিধি ।
বাগেরহাটে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারের সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ সেক্টরে মহাবিপর্যয়ের প্রতিবাদে সকালে ষাটগম্বুজের সামনের মহাসড়কে  বাগেরহাট জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডঃ মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল হক রাহাদ, যাত্রাপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর আমির ফেরদাউস আলী, বাগেরহাট সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি স্বাধীন শেখ, জেলা শিবিরের দপ্তর সম্পাদক তাওহীদুল ইসলাম, জেলা এইচ আরডি সম্পাদক সফিউল আজম, এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা উপশাখার জামায়াত ইসলামী এবং শিবিরের নেতাকর্মী।এবং সাংবাদিকবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা এভাবে আর কতো দিন চলবো আমাদের এদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাচ্ছে।
Share Button

     এ জাতীয় আরো খবর