January 12, 2025, 4:51 pm

সংবাদ শিরোনাম

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত রাস্তা অবরোধ

বাবুল রানা মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে রাস্তা পারাপারে সময় বাসের ধাক্কায় ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায় বুধবার (২৭জুলাই)রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালিখা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আঃ কাদের আকন্দ(৭০) গোলাবাড়ি মহিলা মাদ্রাসা মসজিদ থেকে এশার নামাজ শেষে রাস্তা পারাপারের সময় মধুপুর থেকে আসা দ্রুতগামী মাদারগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়।স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি গোলাবাড়ি ইউনিয়নের আম্বাড়িয়া কোনাবাড়ি গ্রামের ইসমাইল সরকারের বড় ছেলে। তার মর্মান্তিক মৃত্যুর খবর শুনে এলাকাবাসি রাস্তা অবরোধ করে স্পীডব্যাকারের(ভিট)এর জন্য দাবি জানান।পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ এলাকাবাসীর দাবির আশ্বাসের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২ঘন্টা পর রাস্তার  অবরোধ তুলে দেন।
স্থানীয়রা জানান, ২০২০সালে নিহতের ছোট ভাই বিশিষ্ট রাইচ মিল মালিক সিদ্দিক হোসেন আকন্দ এবং গত কয়েকদিন আগে কোরবানি ঈদের দিন দুপুরে ১২বছরের এক শিশুরএকই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। এই একই স্থানে ২বছরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫জনের মৃত্যু হলো।মধুপুর থানার ওসি মাজহারুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবুল রানা
Share Button

     এ জাতীয় আরো খবর