January 18, 2025, 7:30 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

মৌসুমের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলো ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের সেরা খেলোয়াড়ের হ্যাটট্রিকে জয়ে ফিরলো জিনেদিন জিদানের দল। গতকাল শনিবার সান্তিয়াগো বের্নাবিউয়ে লা লিগার হাইবোল্টেজ ম্যাচে সোসিয়েদাদকে ৫-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।  এর আগে গত সপ্তাহে লেভান্তের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি।

টানা ব্যর্থতার মধ্যে দিয়ে গতকাল ঘরের মাঠে বেশ ভালো শুরু করে রিয়ালের ক্লাবটি। ম্যাচের ৪৫ সেকেণ্ডের মধ্যেই লুকা ভাসকেসের চমৎকার হেডে এগিয়ে যায় রিয়াল। অবশ্য সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারায় জিদানের শিষ্যরা।তারপর ২৭তম মিনিটে প্রথম সুযোগ আসে রোনালদোর সামনে। সুযোগ হাত ছাড়া না করে ডি-বক্সে ফাঁকা পেয়ে বল জালে পাঠান তিনি। ৩৪তম মিনিটে এই ব্যবধান আরও বড় করেন টনি ক্রুস। ৩৭ তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি দেন টানা দুই বারের ব্যালন অর ডি জয়ী রোনালদো।

সোসিয়েদাদরা গোলের দেখা পায় ম্যাচের ৭৪তম মিনিটে। তাদের হয়ে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড বাউতিস্তা। এর ঠিক ৬ মিনিট পরেই হ্যাটট্রিকের দেখা পায় রিয়ালের মধ্যমনি রোনালদো। এতে ৫-১ এগিয়ে যায় স্বাগতিক রিয়াল ক্লাব। শেষে ৮৩তম মিনিটে সোসিয়াদের হয়ে আরেকটি গোল করেন মিডফিল্ডার ইলারামেন্দি। এতে ৫-২ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ বার্নাব্যুতে টানা ৯ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল রিয়াল।

২২ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ পয়েন্ট এগিয়ে এক ম্যাচ বেশি খেলা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। শীর্ষস্থানে আছে লিওনেল মেসির বার্সেলোনা (২২ ম্যাচে ৫৮)। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। হাইভোল্টেজ ম্যাচটির আগে বড় জয়ে আত্মবিশ্বাস বাড়লো টানা দুবারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

Share Button

     এ জাতীয় আরো খবর