-
- জেলা সংবাদ, সারাদেশে
- সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
- আপডেট সময় July, 23, 2022, 6:30 pm
- 133 বার পড়া হয়েছে
সুমন কুমার সাহা সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩জুলাই) শনিবার সকাল ১১ টার সময় সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
মত বিনিময় সভায় মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ইলিশ উৎপাদনে বাংলাদেশর অবস্থান বিশ্বে প্রথম, মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে দেশের অবস্থান বিশ্বে তৃতীয় । ২০২০-২১ অর্থ বছরে দেশে মাছের মোট উৎপাদন ৪৬.২৯লক্ষ মে.টন। ভিশন ২০২১ এ উৎপাদন লক্ষমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মে.টন, যা নির্ধারিত সময়ে অর্জিত হয়েছে। পোনামাছ অবমুক্ত, বর্ষা মৌসুমে কারেন্ট জাল, সূতিজাল, খড়াজাল এবং রিং জাল সম্পর্কে আলোচনা করেন দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে বাঁধা সহ নানা অনিয়মের প্রশ্ন উত্তরে তিনি মৎস্য উৎপাদন ও মাছ কখন ধরা হবে এ নিয়ে আলোকেপাত করেন।
মৎস্য সপ্তাহের ৭দিন ব্যাপী যেসকল কর্মসূচী গ্রহণ করা হয়েছে, সংবাদ সম্মেলন ও উপজেলায় মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা,সড়ক র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
স্থানীয় পর্যায়ে মৎস্যচাষি,উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ,
মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন,
প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়,অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা।
এ জাতীয় আরো খবর