January 12, 2025, 10:12 am

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময়

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট:
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাঈদ মোহাম্মদ শাহরিয়ার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
Share Button

     এ জাতীয় আরো খবর