January 12, 2025, 8:57 am

সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন ১১৫টি পরিবার

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন ১১৫টি পরিবার ।  জমিসহ পাকা ঘর হস্তান্তর উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল বরিম মন্টু মন্ডল উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের জানান,  মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২য় ধাপে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ১১৫টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। উপকারভোগীরা যাতে নিয়মিত বসবাস করেন সে লক্ষে নির্মাণ কাজে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে মজবুত পাকা ঘর নির্মাণ করা হয়েছে।
ঘরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও সেখানে রাস্তা সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সহজ করা হয়েছে ।  বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী এক যোগে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তরের মাধ্যমে সারিয়াকান্দিতে সুফলভোগীদের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হবে । তিনি আরো জানান, ইতোপূর্বে সারিয়াকান্দিতে ১ম ও ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে বিভিন্ন এলাকয় গৃহহীন ও ভূমিহীন ৩৩৮টি পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছিল । সংবাদ সম্মেলন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ডোমকান্দি গ্রামে নির্মিত ১১৫টি ঘর পরিদর্শন করেন ।
Share Button

     এ জাতীয় আরো খবর