January 12, 2025, 8:50 am

মোহনপুরে ঘর পাচ্ছেন ভূমিহীন ১০ পরিবার

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি||-
রাজশাহী জেলার মোহনপুর উপজেলাকে অনুষ্ঠানিকভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা দেওয়া হবে। সারাদেশে একযোগে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সে উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন জানান, আগামীকাল (২১ জুলাই) মোহনপুর উপজেলার প্রথম ধাপের (ক) তালিকার ১৬৩ টি ঘরের মধ্যে শেষ ১০ টি ঘর উদ্বোধনের মাধ্যমে ১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।পাশাপাশি (ক) তালিকা অনুসারে মোহনপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এছাড়াও দ্বিতীয় ধাপের (খ) তালিকায় ১৯৮৫ টি ঘরের চাহিদা দেয়া হয়েছে। যা পরবর্তীতে পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম বলেন, যাদের কোন খতিয়ানে নাম নাই, যারা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিগৃহীত তাদেরকে গুরুত্ব দেয়া হয়েছে এ তালিকায়।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর