রংপুর ব্যুরো
রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যঝুকিসম্পন্ন খাবার তৈরি এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় দুইটি হোটেল-রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জুলাই) দুপুরে সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যঝুকিসম্পন্ন খাবার তৈরি ও ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় পার্কের মোড় এলাকার নিউ সাগরিকা হোটেলকে ৩ হাজার টাকা ও আনোয়ার হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন