-
- জেলা সংবাদ, সারাদেশে
- পায়ে হেটে অফিস করলেন মোংলার পৌর মেয়র
- আপডেট সময় July, 20, 2022, 6:36 pm
- 98 বার পড়া হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারের নির্দেশনা প্রতিপালনে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। তিনি বলেন, জ্বালানী সাশ্রয়ের জন্য আমি আমার পাজেরো গাড়ীতে চলবোনা। পায়ে হেটে বাড়ী থেকে অফিসে যাওয়া আসা করবো। আর পৌর শহরের মধ্যে দূরের পথে ভ্যানে যাতায়াত করবো। পৌরসভার এসি বন্ধ রেখে ও লাইট কম জ্বালিয়ে অফিস পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে। এছাড়া পৌর কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীরাও মোটরসাইকেল ব্যবহার না করে বাইসাইকেল ও ভ্যানে যাতায়াত করবেন। এ সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে। মেয়র রহমান আরো বলেন, সকালে আমি পায়ে হেটে এবং কাউন্সিলেরা বাইসাইকেল ও ভ্যানে অফিসে এসেছেন। মুলত বিদ্যুৎ ও জ্বালানী তেলের সাশ্রয়ে সরকারের বিধি নিষেধ প্রতিপালনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রমে পৌরবাসী বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে উদ্ভুদ্ধ হবেন বলে আশা করছি। তিনি আরো বলেন, পৌরবাসীর প্রতি আমার আহবাণ আপনারা আপনাদের বাড়ীঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে মিতব্যয়ী হবেন।
এ জাতীয় আরো খবর