January 12, 2025, 8:38 am

ওসমানীনগরে তিন বছর ধরে ঝুলে আছে রাস্তার কাজ।

লয়েছ আহমদ
সিলেটের ওসমানীনগর উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সাব ইউনিয়ন অফিস ও কমিউনিটি ক্লিনিকে যতায়াতের যোগাযোগের রাস্তাটি প্রায় তিন বছর যাবত রাস্তার কাজটি ঝুলিয়ে রাখা আছে, রাস্তাটি উছমানপুর বাজার হয়ে উছমানপুর কমিউনিট ক্লিনিক ও সাব ইউনিয়ন আফিস এবং  রজিহাজি,ষাটিয়া শিবরামপুর,ও রাউৎখাই হয়ে কালিবাড়ি বাজারের সাথে যোগাযোগ প্রায় তিন কিলু সরকটি কাঁচা থাকায় এলাকাবাসীর দৃর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে।এমতাবস্থায় নিম্নলিখিত অতি প্রয়োজনীয় রাসাতাটি দ্রুত মেরামত করে করার আহবান জানিয়েছেন।
উছমানপুর রজিহাজি ষাটিয়া ও শিবরামপুর গ্রামের রাস্তাটি মেরামত ও সংস্কারের জন্য আবেদন
সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়নের ১,২,৩,নং ওয়ার্ডের উছমানপুর রজিহাজি ষাটিয়া শিবরামপুর গ্রামের এ রাস্তা দিয়ে প্রতি দিন অগনিত লোক যাতায়াত করে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদরাসার ছাত্র-ছাত্রী শিক্ষক সকলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় প্রতি বছর বর্ষায় বহু স্তান ক্ষতি গ্রস্ত হয়, গত বন্যায় যে সমস্ত স্থানের ক্ষতি হয়েছে তা এখনও মেরামত করা হয়েনি।তার পর এভারের বন্যায় আরও বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে।জনসাধারণের চলাচলের সুবিধার্থে অত্র রাস্তাটি পাকা করার জন্য এর জি ইডির দদৃষ্টি আকর্ষণ করছেন অত্র কয়েকটি গ্রামের ভুক্ত ভোগী জনগন।
Share Button

     এ জাতীয় আরো খবর