-
- জেলা সংবাদ, সারাদেশে
- সারিয়াকান্দিতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ
- আপডেট সময় July, 20, 2022, 3:03 pm
- 123 বার পড়া হয়েছে
সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে টেংরাকুরা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ । তিনি গত সোমবার যমুনার চরা ল কাজলা ইউনিয়নের শাহাজালাল বাজার সংলগ্ন অবস্থিত উক্ত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন । আশ্রয়ন প্রকল্পের ২০টি ব্যারাকে বসবাস করা পরিবারেরদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেন। গবাদিপশু পালন ও ছোটখাট ব্যাবসা বানিজ্য করার জন্য স্বল্প সুদে সরকারি লোনের ব্যবস্থা করাসহ সরকারি বিভিন্ন সহায়তার দাবি করেন আশ্রয়নে বসবাসকরা লোকজন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় উক্ত আশ্রয়ন প্রকল্পে বরাদ্দপ্রাপ্তরা নিয়মিত থাকেননা মর্মে সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তিনি আশ্রয়ন প্রকল্পটি আকস্মিক ভাবে পরিদর্শন করেন। ২০টি ব্যারাকে ১০০টি পরিবারের মধ্যে ২টি পরিবার ব্যাতিত অন্যান্য পরিবারদের আশ্রয়ন প্রকল্পে বসবাস অবস্থায় পেয়েছেন । তাদের জিবন মান উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে সরকারী ভাবে সহযোগীতা করার আশ্বাস দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এ জাতীয় আরো খবর