January 12, 2025, 2:02 am

(ট্রেনের ধাক্কায় আহত ঠিকানা বিহীন) এখনও মেলেনি ছেলেটির পরিবারের সন্ধান!

বিকাশ চন্দ্র প্রাং||  নওগাঁর রাণীনগরে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত ঠিকানা বিহীন এই ছেলেটির পরিবারের এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। ছেলেটির বয়স অনুমান ৮থেকে ১০বছর হবে। গত বুধবার (২৯জুন) বিকেলে উপজেলার রেলগেইট সংলগ্ন স্থানে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ছেলেটির। পরে স্থানীয়রা ছেলেটিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন হাসপাতালে গিয়ে ছেলেটির খোঁজখবর নেন এবং ছেলেটির পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত হাসপাতালেই রেখে চিকিৎসা প্রদানের নির্দেশ প্রদান করেন। চিকিৎসা পাওয়ার পর ছেলেটি শুধুমাত্র নিজের নাম মোঃ মুসল্লি, পিতা গিয়াসউদ্দিন, মাতা ওলেদা, কাঠাল বাড়ির মোড় এই কয়েকটি শব্দ ছাড়া আর কিছুই বলতে পারছে না। তবে ছেলেটির পড়নে ছিলো মাদ্রাসার শিক্ষার্থীদের পোষাক। শরীরে বেতের আঘাতের চিহ্নও দেখা গেছে। অনুমান করা হচ্ছে ছেলেটি যেখানে পড়াশোনা করতো সেখানে শিক্ষকের হাতে মারপিটের শিকার হওয়ার পর পালিয়ে এসেছে। ছেলেটি বর্তমানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উপযুক্ত প্রমাণাদি দাখিল করে ছেলেটিকে হাসপাতাল থেকে নিয়ে যেতে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর