January 12, 2025, 1:55 am

কুড়িগ্রামের দূর্গম এলাকার বানভাসীদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে অসহায় বানভাসিদের সহায়তায় এগিয়ে এসেছে বিন নেটওয়ার্ক
ফাউন্ডেশন। জেলার দশটি দুর্গম চরের পাঁচ হাজার ক্ষুধার্ত বানভাসীদের তালিকা
করে বিতরণ করছে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা। চাল, ডাল, তেল, আলু, মিষ্টি
কুমড়া, পিয়াজ, মরিচ, বিশুদ্ধ পানি, মুড়ি, চিড়া গুড় ও মহিলাদের জন্য স্যানিটারি
নেপকিনসহ একটি করে প্যাকেট বিতরণ করা হয়। বুধবার সকালে সদর উপজেলার
যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরে সপ্তাহ ব্যাপী ত্রাণ সহায়তার উদ্ববোধন করা হয়।
সপ্তাহ ব্যাপী এ ত্রাণ সহায়তা পাবেন পাঁচ হাজার বানভাসী। ত্রাণ সহায়তা
বিতরণে উপস্থিত ছিলেন- বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিনিধি পারভেজ
হাসান, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক খ ম আতাউর রহমান বিপ্লব,
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ভুঁইয়া ফাউন্ডেশনের
চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ সহ একদল স্বেচ্ছাসেবক।
বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিনিধি পারভেজ হাসান জানান, সপ্তাহ ব্যাপী
ত্রাণ সহায়তা শেষে আমরা নদী ভাংগনের স্বীকার অসহায় মানুষের জন্য ঘর বাড়ি করার
সহায়তা দিব।

Share Button

     এ জাতীয় আরো খবর