January 11, 2025, 11:11 pm

সংবাদ শিরোনাম
লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাদুল্লাপুরে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

মোস্তফা মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
গাইবান্ধার সাদুল্লাপুরে রুমা বেগম (৩২) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ২৭ জুন সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি তিন কন্যা সন্তান প্রসব করেন। রুমা উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় এলাকার টুবরিপাড়া গ্রামের আশাদুল প্রামানিকের স্ত্রী। একসঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন। নবজাতক শিশুরা ও প্রসূতি মা সুস্থ্য রয়েছেন।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান প্রামানিক বলেন, আশাদুল প্রামানিক সম্পর্কে আমার চাচাতো ভাই। সে কৃষি কাজ করে। সোমবার ভোরে রুমা বেগমের প্রসব বেদনা উঠে। এ সময় তাকে হাসপাতালে নেয়ার পূর্ব কোন প্রস্তুত না থাকায় নিজ বাড়িতেই স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম দেন। ভূমিষ্ঠ হওয়া তিন নবজাতক শিশু সুস্থ্য আছে।
নবজাতকের বাবা আশাদুল ইসলাম বলেন, এই তিন সন্তানের জন্মের আগে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সকালে আমার স্ত্রীর প্রসব বেদনা ওঠলে হাসপাতালে নেয়ার জন্য টাকা সংগ্রহ করতে ব্যস্ত ছিলাম। পরে জানতে পারলাম তিন কন্যা সন্তান হয়েছে। তিনি আরও বলেন, অভাবের সংসার। অন্যের জমিনে কৃষি কাজ করে সংসার চলে। ৭ সদস্যের এই পরিবার চালানো অনেকটা কষ্টকর। পরবর্তীতে তাদের কোন চিকিৎসা লাগলে টাকার অভাবে তা অপূর্ণ্য রয়ে যাবে। নবজাতকদের কি নাম রাখা হবে তা এখন নির্ধারণ করা হয়নি।
তিন নবজাতকের জন্মের বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সদ্য জন্ম নেয়া নবজাতকদের দেখতে যাই । মা ও নবজাতকরা সুস্থ্য আছে।
Share Button

     এ জাতীয় আরো খবর