হিলি প্রতিনিধি
দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে
স্বল্প মূল্যে টিসিবি’র পন্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে
উদ্বোধন করলের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। এদিকে
কোরবানি ঈদের আগের বাজার মূল্যের চেয়ে কম দামে
তেল,ডাল,চিনি পেয়ে খুশি নি¤œ আয়ের মানুষরা।
আজ সোমবার সকাল ১১ টায় হিলির চারমাথা মোড়ে টিসিবি
পন্য বিক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার নুর এ
আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, প্রেস
ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও টিসিবি
ডিলার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নিবাহী অফিসার নুর এ আলম বলেন, উপজেলায় ১০ হাজার
৫শ ৭১ জন ফ্যামেলি কার্ডধারীকে সরকারী মুল্যে ২ কেজি
সোয়াবিন তেল, ২ কেজি মসুন ডাল ও ১ কেজি চিনি দেওয়া
হচ্ছে।