January 11, 2025, 7:54 pm

সংবাদ শিরোনাম

ময়মনসিংহে মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।

অপুর্ব, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রিসহ দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাদের (৭৫) ও ইলেকট্রিক মিস্ত্রি খলিল মিয়া।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল কাদেরের বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে বিলে পড়ে যায়। দুপুরের দিকে কাদের স্থানীয় মিস্ত্রি খলিল মিয়াকে নিয়ে ছেঁড়া তার জোড়া দিতে যান। এ সময় অসাবধানতাবশত মিস্ত্রি খলিল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে কাদের ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় খলিল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুজনের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

Share Button

     এ জাতীয় আরো খবর