January 11, 2025, 4:31 pm

সংবাদ শিরোনাম

দিনাজপুরের চিরিরবন্দরে দুর্বৃত্তের হাতে ধারালো অস্ত্র দ্বারা যুবলীগ নেতা খুন।

আমজাদ হোসেন,পার্বতীপুর,দিনাজপুরঃ

দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা মাজেদুর রহমান নামে এক যুবককে ধারালো অস্ত্রদ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৪ জুন) রাত আনুমানিক দুইটার দিকে চিরিরবন্দরের আমতলী বাজারে এ লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিহত মাজেদুর রহমান(৩০) দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের আজিমল রহমানের সন্তান বলে জানা গেছে।      
তিনি শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিনগত রাতে আমতলী বাজারে ৭/৮জন দুর্বৃত্ত মাজেদুর রহমানকে কুপিয়ে জখম করে পালিয়ে গেলে  স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করে। এর মধ্যে ১টি মোটরসাইকেল নিহতের ও বাকি ৪টি হামলাকারীদের বলে প্রাথমিকভাবে জানতে পারি। একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক পর্যায়ে জানা যায।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান,
পুলিশ সুত্রে জানানো হয় যে,এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটক করতে রাত থেকেই পুলিশী অভিযান চালাচ্ছে,এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন আসামী ধরতে পারেনি।  

Share Button

     এ জাতীয় আরো খবর