January 11, 2025, 4:28 pm

সংবাদ শিরোনাম

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা হতে ৮৬৬ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিউজ ডেস্কঃ-
অদ্য ১৪ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৯:১৫ ঘটিকা হইতে ০৯:৫৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৪১ (তিন শত একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (২০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৬০০/- (দুই হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়।

এছাড়া গত ১৩ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ খোরশেদ আলম (৩৮) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও রুপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর