January 11, 2025, 5:44 pm

সংবাদ শিরোনাম

জয়পুরহাটে ২৩০ লিটার চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদরের সুগারমিল কলোনির মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পূর্বপাশ্বে অভিযান চালিয়ে ২শ ৩০ লিটার চোলাই মদ, অটোভ্যানসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।   
গত (১৩/০৬/২২) সোমবার রাতে জয়পুরহাট র‍্যাব-৫ এর একটি চৌকস অপারেশন দলের অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী এবং উপ-সহকারী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 
গ্রেফতারকৃত আসামি হলেন, জয়পুরহাট সদরের রেল লাইন কলোনীর মৃত: জয়লাল হরিজন এর ছেলে দেবীলাল হরিজন (২৫)।  
গত সোমবার দিবাগত রাতে র‍্যাব-৫ প্রেস রিলিজের মাধ্যমে জানায়, 
জয়পুরহাট সদরের সুগারমিল কলোনির মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পূর্বপাশ্বে অভিযান চালিয়ে ২শ ৩০ লিটার চোলাই মদ, অটোভ্যানসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।উক্ত গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। 
র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী জানান, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটকে গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর