January 11, 2025, 4:42 pm

সংবাদ শিরোনাম

মধুপুরের কুড়ালিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আখেরী মিছিল

বাবুল রানা মধুপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সেকান্দর আলী এর আখেরী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমবার ১৩ জুন সকালে কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনতার অংশ গ্রহণ আর ব্যান্ডপার্টীর মিউজিক এবং আনারসের স্লোগানে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আখেরী মিছিলটি ধলপুর থেকে কু্ড়ালিয়া হয়ে  ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মোবাখায়ের ইসলাম বুলু, মো. মিনহাজ আলীসহ অন্যান্য কর্মী সমর্থকরা। এসময় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা আগামী ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদেরকে আনারস প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন।
মিছিলে অংশগ্রহণকারী জনতার উদ্দেশ্যে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেকান্দর আলী বলেন, আগামী ১৫ জুন আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রতীক আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে অবহেলিত কুড়ালিয়া ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রুপান্তরিত করার পাশাপাশি সর্বদা আপনাদের খেদমত করার সুযোগ দিবেন।
তিনি আরও বলেন, আমি শতভাগ আশাবাদী কুড়ালিয়ার জনগণ আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ্
Share Button

     এ জাতীয় আরো খবর