-
- জেলা সংবাদ, সারাদেশে
- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত- ধর্ম প্রতিমন্ত্রী
- আপডেট সময় June, 12, 2022, 4:34 pm
- 109 বার পড়া হয়েছে
লিয়াকত হোসাইন লায়ন, (জামালপুর) ইসলামপুর প্রতিনিধি
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-শেখ হাসিনার মুক্তির সেই আন্দোলনের পথ ধরে ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন। সেই ধারাবাহিকতায় জনগণ পরপর তিনবার রায় দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
মন্ত্রী বলেন, সেদিন জনগণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করে পরপর দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার ফলেই আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।
শনিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন।
এতে পৌর মেয়র আঃ কাদের শেখ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস ফরিদ উদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক অংকন ককর্মকারসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর