January 11, 2025, 2:57 pm

সংবাদ শিরোনাম

সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

মোঃ আলমগীর হোসেন||- ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে করে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছে।’
কীভাবে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, আগুন লাগার কারণ এখনো জানিনা।
Share Button

     এ জাতীয় আরো খবর